"Translate In Your Language"

Sunday, 30 September 2012

-- বেদনার অনুকাব্য --


-- বেদনার অনুকাব্য --


চেয়েছিলাম একমুঠো সুখ
দিলে না
দিতে চাইলাম একমুঠো দুখ
নিলে না।

চেয়েছিলাম তোমার কাছে
পাশে থাকো রোজ
তুমি এখন দুরের মানুষ
নাওনা আমার খোঁজ।

একটা ছোট্ট স্বপ্ন ছিল
বাঁধবো সুখের ঘর
স্বপ্ন কোথায় ভেসে গেলো
সুখ হয়েছে পর।

বুকের মাঝে কষ্টের নদী
এক আকাশ কষ্ট
তোমার কথায় চলতে গিয়ে
আজ আমি পথ ভ্রষ্ট।

ভালবাসার জন্য নিলাম
হাতের মুঠোয় প্রান
তুমি আমার ভালবাসার
রাখলে না যে মান।

।। জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা সব চেয়ে বড় কষ্ট গুলো সবচেয়ে বেশি ভালবাসার মানুষের কাছ থেকে পাই।।


No comments:

Post a Comment