"Translate In Your Language"

Sunday, 30 September 2012

আবার কি হল আজ আমার ?




আবার কি হল আজ আমার ?
নেশা চেপে গেল রক্তে...
তোমাকে আপন করে পাবার জন্যে
অনন্ত কাল চোখের পলকে রাখব বলে

কেন আজ দিশেহারা আমি ?
খুজে ফিরি তোমায়...
এই বুঝি হাড়িয়ে জাচ্ছ তুমি...


না...
না...
নাহ...!
হারিয়ে যেতে দিবো না তোমায়
বুকের খাচায় আজ থেকে তুমি বন্দি
অনন্ত কালের জন্য


No comments:

Post a Comment