"Translate In Your Language"

Monday, 1 October 2012

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

 
 
তুমি আমার ত্রিসিমানায় আসলেই আমি জেনে যাই,
হয়তো তুমি যানতেও পারবে না কোনোদিন। ♥

তোমার পদধ্বনি,
বহুদুরে ভেসে আসা তোমার কণ্ঠস্বর,
সব, সবই আমার মুখস্ত। ♥
তাই চোখ বন্ধ করে বলে দিতে পারি তুমি আছো কোথায় কি করছ ♥


হয়তো তোমায় কাছে পাইনি কখনও।
হয়ত ভালবাসি বলিনি কোন দিনও।
হয়ত বা বলা ও হবেনা। -_-


No comments:

Post a Comment