"Translate In Your Language"

Monday, 1 October 2012

ভালোবাসা ও জীবন নিয়ে আমার কিছু কথা ...

  1.  
     
     
    ভালোবাসা ও জীবন নিয়ে আমার কিছু কথা ...

    দিনের শেষে একলা তুমি
    আমার মনেও একলা আমি
    তবুও হয়না যে আর
    কথার সাথে আবেগের টানাটানি
    আজ দুজনেই যে
    একলা হাঁটি
    হুম …
    আজ দুজনেই যে একলা হাঁটি
    ——————————————————–
    একটু করে যদি
    একলা লাগে
    বসবে কি আর
    আমার সাথে ?
    চাইলেও কি আর আমায় পাবে?
    চাইলেই কি আর তোমায় পাবো?
    লেক টা যে তাই একলা থাকে
    হুম…
    আজ দুজনেই একলা হাঁটি
    আজ দুজনেই একলা হাঁটি…



No comments:

Post a Comment