- দিনের শেষে একলা তুমি
আমার মনেও একলা আমি
তবুও হয়না যে আর
কথার সাথে আবেগের টানাটানি
আজ দুজনেই যে
একলা হাঁটিহুম …
আজ দুজনেই যে একলা হাঁটি
——————————————————–
একটু করে যদি
একলা লাগে
বসবে কি আর
আমার সাথে ?
চাইলেও কি আর আমায় পাবে?
চাইলেই কি আর তোমায় পাবো?
লেক টা যে তাই একলা থাকে
হুম…
আজ দুজনেই একলা হাঁটি
আজ দুজনেই একলা হাঁটি…
No comments:
Post a Comment