একটি প্রজাপতি কেবলমাত্র চৌদ্দ দিনের জন্য বেঁচে থাকে।
কিন্তু এই অল্প সময়েই সে আনন্দের সাথে ফুলে ফুলে উড়ে বেড়ায়,
তার সৌন্দর্য দিয়ে কেড়ে নেয় মানুষের মন। তার জীবনের
এই অল্প সময়টুকুতে সে আনন্দ দিয়ে যায় অন্যদের...
সময় কখনোই জীবনের রঙকে হালকা করে দিতে পারে না...
Add your Comment Here........!!!!
ReplyDelete