"Translate In Your Language"

Friday, 2 November 2012

এক পায়ে নূপুর আমার,
অন্য পা খালি,
এক পাশে সাগর,
এক পাশে বালি,
তোমার ছোট তরী বলো,
...
নেবে কি??
বলবো না আকাশের চাঁদ
এনে দেবো,
বলবো না তুমি রাজকন্যা,
শুধু জিজ্ঞেস করি,
দেবে কি পারি হোক যত ঝর
বন্যা,
আমার ছোট তরী বলো,
যাবে কি??
নয় মিছে আশা,
নয় শুধু ভালবাসা,
নয় অকারণ প্রেম এ অন্ধ,
জানি তুমি আমি,
আমাদের তরী আজ এক
বন্ধুত্ব,
তোমার ছোট তরী বলো,
নেবে কি??
চাঁদের আলো যদি ভাল লাগে,
গান হয়ে যায় ঝাপসা,
তোমার ও তরী যদি চলে যায়,
ফিরে এর আসবে না,
যত ভাল বাসি তারে,
দূরে রয়ে যাব তাতেও আমি,
জেনে ছি।
এক পায়ে নূপুর তোমার,
অন্য পা খালি,
এক পাশে সাগর,
এক পাশে বালি,
আমার ছোট তরী বলো,
যাবে কি??
এক পায়ে নূপুর আমার,
অন্য পা খালি,
এক পাশে সাগর,
এক পাশে বালি,
তোমার ছোট তরী বলো,
নেবে কি??
আমার ছোট তরী বলো,
যাবে কি??
তোমার ছোট তরী বলো,
নেবে কি??

No comments:

Post a Comment