খুঁজেছি তোমায় রাতের জোছনায়,
খুঁজেছি তোমায় সাগরের নীলিমায়,
খুঁজেছি তোমায় শরতের শুভ্র মেঘে,
খুঁজেছি তোমায় কল্পনার প্রতিটি মায়ায়...।।
সেই তুমি,
কখনো খুঁজে দেখনি আমায়,
রাতের নিস্তব্ধ কালো ছায়ায়..................।।
অবাক আমি তাই হারিয়ে যাই ঐ দূর অসীম ছায়ায় .........।।
No comments:
Post a Comment