"Translate In Your Language"

Monday, 12 November 2012


যা হারিয়ে যায় তা আগলে ব'সে রইব কত আর ?
আর পারি নে রাত জাগতে, হে নাথ, ভাবতে অনিবার ..!
আছি রাত্রি দিবস ধ'রে দুয়ার আমার বন্ধ ক'রে
আসতে যে চায় সন্দেহে তায় তাড়াই বারে বার ..!
তাই তো কারো হয় না আসা আমার একা ঘরে ।
আনন্দময় ভুবন তোমার বাইরে খেলা করে ।
তুমিও বুঝি পথ নাহি পাও, এসে এসে ফিরিয়া যাও-
রাখতে যা চাই রয় না তাও, ধুলায় একাকার ..!!

No comments:

Post a Comment