ওলো সই , ওলো সই ,
আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই ।
ছড়িয়ে দিয়ে পা দুখানি কোণে বসে কানাকানি ,
কভু হেসে কভু কেঁদে চেয়ে বসে রই ॥
ওলো সই , ওলো সই ,
তোদের আছে মনের কথা , আমার আছে কই ।
আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই ।
ছড়িয়ে দিয়ে পা দুখানি কোণে বসে কানাকানি ,
কভু হেসে কভু কেঁদে চেয়ে বসে রই ॥
ওলো সই , ওলো সই ,
তোদের আছে মনের কথা , আমার আছে কই ।
আমি কী বলিব , কার কথা , কোন্ সুখ , কোন্ ব্যথা –
নাই কথা , তবু সাধ শত কথা কই ॥
ওলো সই , ওলো সই ,
তোদের এত কী বলিবার আছে ভেবে অবাক হই ।
আমি একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়নজলে ,
কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই ॥
নাই কথা , তবু সাধ শত কথা কই ॥
ওলো সই , ওলো সই ,
তোদের এত কী বলিবার আছে ভেবে অবাক হই ।
আমি একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়নজলে ,
কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই ॥
No comments:
Post a Comment