"Translate In Your Language"

Tuesday, 11 December 2012


'বকুল ফুল কোথায় পাব প্রিয়?'
—শাহরিয়াজ মুত্তাকিন

কাছে এসো, ছুঁয়ে দেখি আগুনে পুড়ে কি-
না মন, নাকি বরফশীতলে জমে যায় আঙুল।
এসো, কাছে এসো, ছুঁয়ে দেখি চুল।

তোমাকে, তোমার হাত ছোঁব বলে, কত আগুনের জলে ধুঁয়ে শুদ্ধ করেছি হাত।
কতভাবে ছোঁয়া যায়,
মুঠো করে দেখেছি রাতের পর রাত।

আজ সেই দিন, আজ থেকে প্রতিদিন সেই দিন।
কথা দিচ্ছি-
আজকের চেয়ে কাল
তোমাকে বেশি ভালবাসব।
আজকের চেয়ে কাল তোমার দুঃখ
আরো কমিয়ে দেব।
কথা দিচ্ছি-
পরম্পরায় বাড়তে থাকবে সুখ আজ থেকে প্রতিদিন,
কাছে এসো, ছুঁয়ে দেয় মুখ।

No comments:

Post a Comment