‘ ১টা তুমি, ১টা আমি ’’
–সামারা তাহসিন তাশফি
তুমি আমার হেঁয়ালি
কমলা-হলুদ রাতবাতি..
আমি তোমার মুঠোভর্তি বেলীর সুরভি
চুপকথায় সোনারূপার জীয়ন কাঠি..
আমার তুমি ক্লান্তি রাতজাগা
ঘুমের চোখে ভোর খুঁজে ফেরা..
তোমার আমি মন খারাপের গোধূলী
ঠোঁট চেপে ধরা নরম আগুনের ফুলকি..
তুমি আমার অজস্র ভাঙ্গাচোরা রাত
কবিতার খাতা জুড়ে কাটাকুটি হাত..
আমি তোমার বালুচরী বিশ্বাস
চিরকুটি প্রেমে মৌন দীর্ঘশ্বাস..
এবং অতঃপর......
ভালবাসায় একটা তুমি একটা আমি,
ইচ্ছে করেই আড়াল রাখি..
‘ ১টা তুমি, ১টা আমি ’’
–সামারা তাহসিন তাশফি
তুমি আমার হেঁয়ালি
কমলা-হলুদ রাতবাতি..
আমি তোমার মুঠোভর্তি বেলীর সুরভি
চুপকথায় সোনারূপার জীয়ন কাঠি..
আমার তুমি ক্লান্তি রাতজাগা
ঘুমের চোখে ভোর খুঁজে ফেরা..
তোমার আমি মন খারাপের গোধূলী
ঠোঁট চেপে ধরা নরম আগুনের ফুলকি..
তুমি আমার অজস্র ভাঙ্গাচোরা রাত
কবিতার খাতা জুড়ে কাটাকুটি হাত..
আমি তোমার বালুচরী বিশ্বাস
চিরকুটি প্রেমে মৌন দীর্ঘশ্বাস..
এবং অতঃপর......
ভালবাসায় একটা তুমি একটা আমি,
ইচ্ছে করেই আড়াল রাখি..
–সামারা তাহসিন তাশফি
তুমি আমার হেঁয়ালি
কমলা-হলুদ রাতবাতি..
আমি তোমার মুঠোভর্তি বেলীর সুরভি
চুপকথায় সোনারূপার জীয়ন কাঠি..
আমার তুমি ক্লান্তি রাতজাগা
ঘুমের চোখে ভোর খুঁজে ফেরা..
তোমার আমি মন খারাপের গোধূলী
ঠোঁট চেপে ধরা নরম আগুনের ফুলকি..
তুমি আমার অজস্র ভাঙ্গাচোরা রাত
কবিতার খাতা জুড়ে কাটাকুটি হাত..
আমি তোমার বালুচরী বিশ্বাস
চিরকুটি প্রেমে মৌন দীর্ঘশ্বাস..
এবং অতঃপর......
ভালবাসায় একটা তুমি একটা আমি,
ইচ্ছে করেই আড়াল রাখি..
No comments:
Post a Comment