দু-জনের চোখে আজ খুশির কান্না ভেজা জল ছিল…
বুকের ভেতরের স্পন্দন গুলো কে একাকিত্তর অভাবে ভরিয়ে দিলাম....
চোখে চোখ রেখে, হাতে হাত,
আর দুজনের আঙুল গুলো কে একে অপরের সাথে মিশিয়ে নিয়েছিলাম..!
একটা স্নিগ্ধ আবেগ ভিজিয়ে দিয়ে গেল আমাদের ঠোট...
তোমার সাথে হারিয়ে জেতে বসেছিলাম ধিরে ধিরে....
-------- সঞ্জয় বিশ্বাস
https://www.facebook.com/sanjoy.biswas.50
No comments:
Post a Comment