"Translate In Your Language"

Wednesday, 10 October 2012

চিলেকোঠায় নিমন্ত্রন ========= প্রিয়তমা, ইদানিং তোমার নেশায় কি এক মোহময় স্বপ্নের ঘোরে দিন কাটাই, তা বোঝার সাধ্যি কেমন করে হবে যদিকো না আমার সনে কাটাও কিছুক্ষণ। পূবের আকাশে কালো মেঘ ছেয়ে গেছে বিকেলটা বৃষ্টিমুখরতায় আজো মাতবে সবুজের কোমল আলিঙ্গন তোমাকে ছুঁতে চায় তোমাকে স্বাগত জানাবে বলে পথ চেয়ে আছে। অসম্ভব ভাললাগার কিছু দুর্লভ মূহুর্ত আর দূর্বার ছুটে চলা আমার একান্ত কিছু সময় শুধু তোমার জন্যে বরাদ্দ রেখেছি প্রিয়তমা। আমার সব কিছুতেই তোমার সরব উপস্থিতি আমাকে আরো মাতাল করে তুলে উন্মাদনায় নেশার পালে হাওয়া লাগে বন্য হবে বলে তাই রোজকার মতই তুমি না এলে মেঘলা আকাশের চোখ ভেসে যায় জলে তুমি এসো আমার ছোট্ট চিলেকোঠায় তোমাকে নিমন্ত্রন এই বৃষ্টিমাখা বিকেল বেলায়; তোমার নেশা ভুলতে পারিনে ছাড়তেও পারিনে এক অদ্ভুত মায়া আমায় ঘিরে থাকে সারাবেলা এক অন্য আলো রাঙিয়ে তোলে আমার সাঝবেলা। Photo: চিলেকোঠায় নিমন্ত্রন ========= প্রিয়তমা, ইদানিং তোমার নেশায় কি এক মোহময় স্বপ্নের ঘোরে দিন কাটাই, তা বোঝার সাধ্যি কেমন করে হবে যদিকো না আমার সনে কাটাও কিছুক্ষণ। পূবের আকাশে কালো মেঘ ছেয়ে গেছে বিকেলটা বৃষ্টিমুখরতায় আজো মাতবে সবুজের কোমল আলিঙ্গন তোমাকে ছুঁতে চায় তোমাকে স্বাগত জানাবে বলে পথ চেয়ে আছে। অসম্ভব ভাললাগার কিছু দুর্লভ মূহুর্ত আর দূর্বার ছুটে চলা আমার একান্ত কিছু সময় শুধু তোমার জন্যে বরাদ্দ রেখেছি প্রিয়তমা। আমার সব কিছুতেই তোমার সরব উপস্থিতি আমাকে আরো মাতাল করে তুলে উন্মাদনায় নেশার পালে হাওয়া লাগে বন্য হবে বলে তাই রোজকার মতই তুমি না এলে মেঘলা আকাশের চোখ ভেসে যায় জলে তুমি এসো আমার ছোট্ট চিলেকোঠায় তোমাকে নিমন্ত্রন এই বৃষ্টিমাখা বিকেল বেলায়; তোমার নেশা ভুলতে পারিনে ছাড়তেও পারিনে এক অদ্ভুত মায়া আমায় ঘিরে থাকে সারাবেলা এক অন্য আলো রাঙিয়ে তোলে আমার সাঝবেলা। ##লিখেছেন আমাদের পেজ বন্ধু - "সৈয়দ ইউসুফ তাকি" (আমাদের কাছে কবিতা লিখে পাঠাতে চাইলে, ভালোবাসার কবিতা থেকে মেসেজ অপশন এ গিয়ে লিখে পাঠান। ) ~ ঝিনুক ~

No comments:

Post a Comment