"Translate In Your Language"

Wednesday, 10 October 2012

“আমি বরাবরই তোমার হতে চেয়েছিলাম” __ সৈয়দ ইউসুফ তাকি মাঝে মাঝে যখন আমার ব্যস্ততা খুব বেড়ে যায় সে তোমার কাছে আসার ব্যাকুলতা বলতে পারো, অথচ আমার এ চেষ্টায় যখন তোমার চোখেমুখে ভাবলেশহীন অনুভূতির বিষাদ ভরা বিরক্তির ছাপ খোঁজে পাই, তখন ক্ষতবিক্ষত হয় আমার ভেতরের আপন সত্ত্বা খুব সন্তর্পণে নড়বড়ে হয়ে উঠে আমার অস্তিত্ব । তোমার যদি এতটুকু সময় হয় আমার জন্যে ভালোবাসায় জীবনের কথা বলতে জীবনের গাঢ়তম নিমন্ত্রণে ভুল শোধরে দিতে কিংবা নৈঃশব্দের মৌনতায় আবেশী প্রেমে ছোঁয়ে দিতে হয়তো আমি অন্যরকম হবো তোমার মত করে। যদি তাই না হবে প্রেমের অসমাপ্ত গল্পের শেষটা মেঘে ঢাকা ঘনকালো রাতের আকাশের নীচে আমাকে ভাসিয়ে দিয়ে অবাঞ্চিত পথিকের মত তবে আমার আর কিছুই বলার থাকবে না। দ্রুত হেঁটে যাই আর বাড়তে থাকে শূন্যতার ভাঁজ থরে থরে জমতে থাকা ব্যঞ্জনার হৃদয়ের খাঁজ, আমাকে বুঝতে দেয়না বড্ড কঠিন হিসেবের মারপ্যাচ আমার অতৃপ্ত আত্মা বোকার মত হেটে চলে নিভৃতের বাতায়নে প্রত্যাশার বিন্দু ছড়িয়ে দিতে শেষ পর্যন্তও কিছুই হলো না । হলো না আমার বরাবরই তোমার হতে চাওয়া অথচ কবিতার দোহাই দিয়ে বলতে পারি আমি বরাবরই শুধুই তোমার হতে চেয়েছিলাম। ~ * Photo: || পেইজ বন্ধুর লেখা কবিতা || “আমি বরাবরই তোমার হতে চেয়েছিলাম” __ সৈয়দ ইউসুফ তাকি মাঝে মাঝে যখন আমার ব্যস্ততা খুব বেড়ে যায় সে তোমার কাছে আসার ব্যাকুলতা বলতে পারো, অথচ আমার এ চেষ্টায় যখন তোমার চোখেমুখে ভাবলেশহীন অনুভূতির বিষাদ ভরা বিরক্তির ছাপ খোঁজে পাই, তখন ক্ষতবিক্ষত হয় আমার ভেতরের আপন সত্ত্বা খুব সন্তর্পণে নড়বড়ে হয়ে উঠে আমার অস্তিত্ব । তোমার যদি এতটুকু সময় হয় আমার জন্যে ভালোবাসায় জীবনের কথা বলতে জীবনের গাঢ়তম নিমন্ত্রণে ভুল শোধরে দিতে কিংবা নৈঃশব্দের মৌনতায় আবেশী প্রেমে ছোঁয়ে দিতে হয়তো আমি অন্যরকম হবো তোমার মত করে। যদি তাই না হবে প্রেমের অসমাপ্ত গল্পের শেষটা মেঘে ঢাকা ঘনকালো রাতের আকাশের নীচে আমাকে ভাসিয়ে দিয়ে অবাঞ্চিত পথিকের মত তবে আমার আর কিছুই বলার থাকবে না। দ্রুত হেঁটে যাই আর বাড়তে থাকে শূন্যতার ভাঁজ থরে থরে জমতে থাকা ব্যঞ্জনার হৃদয়ের খাঁজ, আমাকে বুঝতে দেয়না বড্ড কঠিন হিসেবের মারপ্যাচ আমার অতৃপ্ত আত্মা বোকার মত হেটে চলে নিভৃতের বাতায়নে প্রত্যাশার বিন্দু ছড়িয়ে দিতে শেষ পর্যন্তও কিছুই হলো না । হলো না আমার বরাবরই তোমার হতে চাওয়া অথচ কবিতার দোহাই দিয়ে বলতে পারি আমি বরাবরই শুধুই তোমার হতে চেয়েছিলাম। (আমাদের কাছে কবিতা লিখে পাঠাতে চাইলে, ভালোবাসার কবিতা থেকে মেসেজ অপশন-এ গিয়ে লিখে পাঠান। ) ~ *

No comments:

Post a Comment