" বর্ষা কাব্য "
---সুষমা আপ্লুত
এই তো, নিমেষ আগে
এক ফোঁটা জলকণা জানিয়েছে অভিযোগ
আমি নাকি এখনো তাকে নিয়ে কোন কবিতা লিখিনি !
সত্যিই তো !
কি ভীষণ অন্যায় ...
অজস্র আয়েশি দুপুরে
হাত বাড়িয়ে মুঠো বন্দী করতে চেয়েছি
একটা দুটো জলের ফোঁটা,
বারবারই অভিমানে পালিয়েছে আঙুলের ফাঁক গলে,
জানালার কাঁচ বেয়ে।
আঁকাবাঁকা পথের দুরন্ত বিন্দু গুলো দেখে ভেবেছি
থাক না, হোক না তৈরি একটা জল নকশা !
বড় বড় ফোঁটার বৃষ্টিতে ইচ্ছে হয়েছে-
মাঝ রাস্তায় দাঁড়িয়ে করি বৃষ্টি বিলাস।
কুয়াশার মত আবছায়ায়
একে একে ঢেকে দেই
লাল নীল খয়েরি সব অভিমান।
তবুও কেন যেন বৃষ্টির গান শেষে ঝাঁ চকচকে দিনের কোলে
বেড়ে উঠতে পারেনি,
নিতান্তই আমার
এলেবেলে একটা বর্ষা কাব্য!
---সুষমা আপ্লুত
এই তো, নিমেষ আগে
এক ফোঁটা জলকণা জানিয়েছে অভিযোগ
আমি নাকি এখনো তাকে নিয়ে কোন কবিতা লিখিনি !
সত্যিই তো !
কি ভীষণ অন্যায় ...
অজস্র আয়েশি দুপুরে
হাত বাড়িয়ে মুঠো বন্দী করতে চেয়েছি
একটা দুটো জলের ফোঁটা,
বারবারই অভিমানে পালিয়েছে আঙুলের ফাঁক গলে,
জানালার কাঁচ বেয়ে।
আঁকাবাঁকা পথের দুরন্ত বিন্দু গুলো দেখে ভেবেছি
থাক না, হোক না তৈরি একটা জল নকশা !
বড় বড় ফোঁটার বৃষ্টিতে ইচ্ছে হয়েছে-
মাঝ রাস্তায় দাঁড়িয়ে করি বৃষ্টি বিলাস।
কুয়াশার মত আবছায়ায়
একে একে ঢেকে দেই
লাল নীল খয়েরি সব অভিমান।
তবুও কেন যেন বৃষ্টির গান শেষে ঝাঁ চকচকে দিনের কোলে
বেড়ে উঠতে পারেনি,
নিতান্তই আমার
এলেবেলে একটা বর্ষা কাব্য!
No comments:
Post a Comment