"Translate In Your Language"

Tuesday, 9 October 2012

নিমন্ত্রণ
=======

কাল দুপুরে তোমার নিমন্ত্রন,
তুমি এসো ধুলিমাখা পথে ঝড় তুলে,
এসো আবেগ জড়ানো সেই কালো চাদরে তোমার সর্বাঙ্গ ঢেকে,
ভয় পেও না,
কাল শুধু তোমারই নিমন্ত্রণ,
কেউ দেখবে না, কেউ জানবে না!
তুমি এসো সংকীর্ণতার দেয়াল ভেঙ্গে,
সব প্রশ্নের উত্তর আজ আমার জানা,
তুমি ভয় পেও না,
কাল আমি রবো শুধু তোমার প্রতিক্ষায়-
আমার কোন কিছুর কোন অভাব নেই,
নেই তোমার কাছে কিছু চাওয়ার!
তুমি ভয় পেও না,
কাল তুমি এসো আমার অমর ভাবনায়,

তুমি এসো আমার মানচিত্রে আঁকা অভিলাষী পথ ধরে,
তুমি ভয় পেও না, সেখানে থাকবে না কেউ,
হয়ত থাকবে আমার শেষ প্রহরের ছায়াসঙ্গী কুকুর আর ডাস্টবিনের পচা গন্ধ,
তুমি ভয় পেও না,
আমার সান্নিদ্ধে ওরাও আজ নিশ্চুপ হয়ে গেছে,
তুমি এসো নিস্তরঙ্গ ঢেউ গুলোতে ভেসে ভেসে,
ওরা ঝাপিয়ে পড়বে ভাঙ্গা মাস্তুলে - জানান দেবে ওদের অস্তিত্ব,
তবুও একবারও তোমাকে ডোবানোর কথা ভাববে না,
তুমি ভয় পেও না,
তুমি এসো গোলমুখো চাঁদের সাথে হেটে,
চাঁদের বুড়ির গলা টিপে ওকে জ্যোতিহীন করেছিলাম,
তবুও তুমি এসো ,
তুমি ভয় পেও না!
তোমার জন্য চাঁদ অমাবস্যায় ও আলো ছড়াবে!
তুমি ভয় পেও না!
কাল দুপুরে তুমি এসো ছেড়ে যাওয়া মায়াজালে বন্ধি হতে!

এক পাক্ষিক ভাবে লাভবান হওয়া সত্যি সম্ভব ছিল,
তুমি লাভবান হয়ে নিয়ে গেছ সবটুকু রঙ!
আমার জন্য আজ কোন রঙ নেই,
তবুও তুমি এসো!
ফুসফুস নিংড়ে কিছু কালো রঙ বের করে রাখবো তোমায় সাজবো বলে,
আমার কাছে আজ কোন লাল গোলাপ নেই,
তুমি চিন্তা কর না,
নিস্তেজ হয়ে পড়া দেহের শিরা গুলো থেকে ফোঁটা ফোঁটা রঙ দিয়ে তৈরি করব হাজারো রক্ত গোলাপ,
তবুও তুমি এসো,
সংসার , বাস্তবতা , জীবন এই কথা তো অনেক বলেছ,
কাল তুমি এসো আমার আপন স্বত্বা হয়ে,
কাল তুমি এসো আমার রক্তিম সিংহাসনের রানী হয়ে,
তুমি ভয় পেও না,
আমার নিথর শরীর তোমার পৃথিবী এলোমেলো করবে না,
তুমি ভয় পেও না,
সিংহাসনে শুধু রানী থাকবে রাজা থাকবে না,
তুমি ভয় পেও না,
আমি তোমাকে আটকে রাখব না,
কিছুক্ষণ তুমি থাকবে শুধু বাস্তবতা হয়ে,
কিছুক্ষণ তোমাকে ছোঁব আমি সব ব্যাথা ভুলে,
কিছুক্ষণ, শুধু কিছুক্ষণ,
তুমি এসো কিছুক্ষণের ভ্রম হয়ে,
তুমি ভয় পেও না,
বিশ্বাস কর কেউ জানবে না!
আমি কাউকে বলি নি,
কেউ জানে না অন্ধকার গিলে খাবার মানে,
কেউ জানে না গলা কেটে যাবার কষ্ট,
কেউ খবর রাখে না আমার,
তাই কাল শুধু তোমারই নিমন্ত্রণ,
তুমি এসো আমার শেষ ইচ্ছায়!
তুমি এসো হারানো দিনের ভাবনায়,
তুমি এসো যন্ত্রণা বিদ্ধ আত্মায়,
তুমি এসো শঙ্খনীল ভালোবাসায়!!

------------------------------------ Dhrubo

No comments:

Post a Comment