"Translate In Your Language"

Monday, 1 October 2012

আমি দেখেছি তাঁর ধূসর দুচোখ ধ্বংসের আগুনে
দেখেছি মর্ত্যলোকের মরণ যন্ত্রনায়
যখন দুহাত তুলেছি উর্ধ পানে
দেখেছি তৃষিত চাতকের সকাতর প্রর্থনায়

মৃত্যুর আগেই মরেছি বহুবার
শুনেছি জীবনের হাহাকার
আর শ্মশানের জ্বলন্ত আগুনের উপহাস
দেখেছি কিছু ম্সৃতি আর ইন্দ্রিয়ের উপবাস

ঘাসের ডগায় শিশির বিন্দুর জলে
ঘাসফড়িংয়ের স্নান
মস্তিস্ক বিচ্ছুরিত প্রেমবাক্য
আর আবেগের অপমান ।।।

সব পেয়েছি ঐ মেঘ টানা কাজল চোখে
ভাসমান কচুরিপানার মত চোখের ছাউনিতে ।।।।


No comments:

Post a Comment