আমি দেখেছি তাঁর ধূসর দুচোখ ধ্বংসের আগুনে
দেখেছি মর্ত্যলোকের মরণ যন্ত্রনায়
যখন দুহাত তুলেছি উর্ধ পানে
দেখেছি তৃষিত চাতকের সকাতর প্রর্থনায়
মৃত্যুর আগেই মরেছি বহুবার
দেখেছি মর্ত্যলোকের মরণ যন্ত্রনায়
যখন দুহাত তুলেছি উর্ধ পানে
দেখেছি তৃষিত চাতকের সকাতর প্রর্থনায়
মৃত্যুর আগেই মরেছি বহুবার
শুনেছি জীবনের হাহাকার
আর শ্মশানের জ্বলন্ত আগুনের উপহাস
দেখেছি কিছু ম্সৃতি আর ইন্দ্রিয়ের উপবাস
ঘাসের ডগায় শিশির বিন্দুর জলে
ঘাসফড়িংয়ের স্নান
মস্তিস্ক বিচ্ছুরিত প্রেমবাক্য
আর আবেগের অপমান ।।।
সব পেয়েছি ঐ মেঘ টানা কাজল চোখে
ভাসমান কচুরিপানার মত চোখের ছাউনিতে ।।।।
আর শ্মশানের জ্বলন্ত আগুনের উপহাস
দেখেছি কিছু ম্সৃতি আর ইন্দ্রিয়ের উপবাস
ঘাসের ডগায় শিশির বিন্দুর জলে
ঘাসফড়িংয়ের স্নান
মস্তিস্ক বিচ্ছুরিত প্রেমবাক্য
আর আবেগের অপমান ।।।
সব পেয়েছি ঐ মেঘ টানা কাজল চোখে
ভাসমান কচুরিপানার মত চোখের ছাউনিতে ।।।।
No comments:
Post a Comment