" মাঝরাতের অতিথি "
——আকাশলীনা সুপ্তি
অলস বিছানায় ছড়ানো ছিটানো ঘুম
——আকাশলীনা সুপ্তি
অলস বিছানায় ছড়ানো ছিটানো ঘুম
জোছনার আলপনার মাঝেও ঝুলে আছে
টুকরো টুকরো অন্ধকার।
চাঁদ বুঝি ভুলে গেছে আমায়!
একাকীত্ব গাঢ় হলেই টুপটাপ ঝরতে থাকে অতীত,
নির্জনতার আদরে আঁকড়ে ধরে।
জানলার কাঁচে ক্রমশ স্পষ্ট-
স্মৃতির ঝরা পাতা, বিন্দু বিন্দু
অভিমান..
চায়ের কাপে বিষন্নতার ধোঁয়া,
দেয়াল জুড়ে ফিসফাস, চেনা সেইসব কথোপকথন।
বাতাসে পুরনো গন্ধ..
আয়নায় ঘুরপাক খায় স্মৃতি!
ইশারায় ডাকে..
জানি, একবার তাকে ছুঁয়ে দিলেই হারিয়ে যাবো!
ভয় পেয়ে পালিয়ে আসি।
এক ফুঁয়ে নিভিয়ে দেই স্মৃতির মোমবাতি।
টুকরো টুকরো অন্ধকার।
চাঁদ বুঝি ভুলে গেছে আমায়!
একাকীত্ব গাঢ় হলেই টুপটাপ ঝরতে থাকে অতীত,
নির্জনতার আদরে আঁকড়ে ধরে।
জানলার কাঁচে ক্রমশ স্পষ্ট-
স্মৃতির ঝরা পাতা, বিন্দু বিন্দু
অভিমান..
চায়ের কাপে বিষন্নতার ধোঁয়া,
দেয়াল জুড়ে ফিসফাস, চেনা সেইসব কথোপকথন।
বাতাসে পুরনো গন্ধ..
আয়নায় ঘুরপাক খায় স্মৃতি!
ইশারায় ডাকে..
জানি, একবার তাকে ছুঁয়ে দিলেই হারিয়ে যাবো!
ভয় পেয়ে পালিয়ে আসি।
এক ফুঁয়ে নিভিয়ে দেই স্মৃতির মোমবাতি।
No comments:
Post a Comment