"Translate In Your Language"

Saturday, 3 November 2012


" ঋতুরা বিলীন "
-সুব্রত রায়


অন্যরকম জোনাকির খোঁজে,
মিথ্যের বনবাসে,
অন্যরকম মেঘলা দহন,
কার্তিক এর মাসে।

কাব্যের খোঁজে সতেজ আকাশে,
ধোয়াশা মনের গ্লানি
নবমী পেরিয়ে দশমীর চাঁদ,
দিয়েছে হাতছানি।

ঊত্তরায়ন হাওয়া এসে,
বলেছে এই যে শোন!
আষাড় শ্রাবণ ভাদ্র আশ্বিন,
খুঁজবে না আর কখনো?

রাজ্য হারিয়ে ঋতুরা বিলীন
জঞ্জাল এই শহরে,
দোসর খুজে হাঁপিয়ে বেড়ায়,
এপার অপার দুয়ারে।

No comments:

Post a Comment