"Translate In Your Language"

Friday, 8 February 2013

‘‘ প্রেমিকের প্রতিদ্বন্দ্বী ’’
–আবুল হাসান

অতো বড় চোখ নিয়ে, অতো বড়
খোঁপা নিয়ে
অতো বড় দীর্ঘশ্বাস বুকের নিশ্বাস
নিয়ে
যতো তুমি মেলে দাও কোমরের কোমল সারশ
…যতো তুমি খুলে দাও ঘরের পাহারা
যতো আনো ও-আঙ্গুলে অবৈধ ইশারা
যতো না জাগাও তুমি ফুলের সুরভী
আঁচলে আগলা করো কোমলতা,
অন্ধকার মাটি থেকে মৌনতার ময়ূর নাচাও কোন
আমি ফিরব না আর,
আমি কোনদিন কারো প্রেমিক হবো না;
প্রেমিকের প্রতিদ্বন্দ্বী চাই
আজ আমি সব প্রেমিকের
প্রতিদ্বন্দ্বী হবো।
‘‘ প্রেমিকের প্রতিদ্বন্দ্বী ’’
–আবুল হাসান

অতো বড় চোখ নিয়ে, অতো বড়
খোঁপা নিয়ে
অতো বড় দীর্ঘশ্বাস বুকের নিশ্বাস
নিয়ে
যতো তুমি মেলে দাও কোমরের কোমল সারশ
…যতো তুমি খুলে দাও ঘরের পাহারা
যতো আনো ও-আঙ্গুলে অবৈধ ইশারা
যতো না জাগাও তুমি ফুলের সুরভী
আঁচলে আগলা করো কোমলতা,
অন্ধকার মাটি থেকে মৌনতার ময়ূর নাচাও কোন
আমি ফিরব না আর,
আমি কোনদিন কারো প্রেমিক হবো না;
প্রেমিকের প্রতিদ্বন্দ্বী চাই
আজ আমি সব প্রেমিকের
প্রতিদ্বন্দ্বী হবো।

No comments:

Post a Comment